আজঃ শুক্রবার ২০-০৬-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

কক্সবাজার সৈকতে বাবা-ছেলের মৃত্যু, ২ দিনে ৪ প্রাণহানি

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ০৯ জুন ২০২৫
  • / পঠিত : ৩৩ বার

কক্সবাজার সৈকতে বাবা-ছেলের মৃত্যু, ২ দিনে ৪ প্রাণহানি

: কক্সবাজার সৈকতে গোসলে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৯ জুন) দুপুর ২টার দিকে কলাতলী সৈকতে এ দুর্ঘটনা ঘটে। এতে গত দুই দিনে ৩ জন পর্যটকসহ মোট ৪ জনের মৃত্যু হলো।

নিহতরা হলেন রাজশাহীর বাসিন্দা শাহিনুর রহমান (৫৮) এবং তার ছেলে সিফাত (২০)।

কলাতলী পয়েন্টে দায়িত্বরত ‘সি সেফ লাইফ গার্ড’-এর কর্মী মোহাম্মদ শুক্কুর জানান, গত কয়েকদিন ধরে সাগর উত্তাল রয়েছে। বিভিন্ন পয়েন্টে গর্ত সৃষ্টি হয়েছে এবং উল্টো স্রোতের টানও তীব্র। এ কারণে লাইফ গার্ডের আওতাভুক্ত এলাকাগুলোতে লাল-হলুদ পতাকা এবং বাইরে লাল পতাকা টাঙানো হয়েছে।

কিন্তু নিহত দুই পর্যটক লাইফ গার্ডের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে গোসলে নামেন। এ সময় সাগরের একটি গর্তে পড়ে গিয়ে তারা স্রোতের টানে ভেসে যান।

তিনি আরও জানান, দ্রুত জেট স্কি নিয়ে একজনকে এবং অপরজনকে লাইফ গার্ড সদস্যরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শুক্কুর বলেন, “মরদেহ দুটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতদের স্বজনরা শোকাহত, তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।”

এর আগে শনিবার সাগরে গোসলে নেমে এক পর্যটক এবং শখের বসে মাছ ধরতে গিয়ে স্থানীয় এক বাসিন্দা প্রাণ হারান। তাদের মরদেহও উদ্ধার করেন লাইফ গার্ড কর্মীরা।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba