আজঃ শুক্রবার ২০-০৬-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

যশোরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ০৯ জুন ২০২৫
  • / পঠিত : ৩৪ বার

যশোরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

যশোর সদরে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে মো. মইন উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি খুনের অভিযোগ পাওয়া গেছে।

রোববার (৮ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ডাকাতিয়া নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এসময় নিহতের বড় ভাই মো. জমির উদ্দিন (৫০) গুরুতর আহত হন। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

নিহত মইন উদ্দিন ওই গ্রামের মোহাম্মদ আজিজ মোল্লার ছেলে। ঘটনার পরপরই গুরুতর অবস্থায় দুই ভাইকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মইন উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

আহত জমির উদ্দিনের ছেলে মো. সাগর জানান, পারিবারিক জমিজমা নিয়ে তার বাবা ও চাচার সঙ্গে চাচাতো ভাই আশিকের বিরোধ চলছিল। বিকেলে কথা কাটাকাটির একপর্যায়ে আশিক তাদের অকথ্য গালিগালাজ করে। এতে প্রতিবাদ জানালে আশিক ধারালো অস্ত্র দিয়ে তার বাবা ও চাচার ওপর হামলা চালায়। এতে দুইজনই রক্তাক্ত হন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চাচা মইন উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই মইন উদ্দিনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার বিষয়ে যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলার ঘটনায় একাধিক পুলিশ টিম মাঠে কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba