আজঃ শুক্রবার ২০-০৬-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ০৯ জুন ২০২৫
  • / পঠিত : ৩৭ বার

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা

এসবিনিউজবিডি ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। তবে বিভিন্ন সূত্র বলছে, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক হতে পারে।

বিএনপির চেয়ারপারসন খা‌লেদা জিয়ার সাবেক প্রেস সেক্রেটারি ও রাজনৈতিক বিশ্লেষক মারুফ কামাল খান নি‌জের ফেসবু‌কে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘বিএন‌পির শীর্ষ নেতা তা‌রেক রহমান সৌজন‌্য সাক্ষাৎ কর‌বেন মুহাম্মদ ইউনূসের সঙ্গে।

আমার কাছে এটা সুখবর বলেই মনে হয়। দ্বন্দ্ব যারা চায় তারা মূর্খ, অবিবেচক, স্বার্থান্বেষী কিংবা ক্ষতিকারক বিশেষ উদ্দেশ্যে নিয়োজিত। আমি চাই, জাতীয় স্বার্থে ইউনূস-তারেক মিথস্ক্রিয়া। এই সমঝোতা বাড়ুক, দেশ ও জাতির কল্যাণ হোক।’

এদিকে চার দিনের সরকারি সফরে আজ সন্ধ্যায় যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট সোমবার (৯ জুন) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

একে সরকারি সফর বলা হলেও সফরে কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণই সবচেয়ে গুরুত্ব পাচ্ছে বলে অনেকে মনে করছেন। যদিও ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে একটি দ্বিপক্ষীয় বৈঠকের কথা জানিয়েছে।

যদিও ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে একটি দ্বিপক্ষীয় বৈঠকের কথা জানিয়েছে। কিন্তু সেটি কবে কখন হবে, তা আজও চূড়ান্ত হয়নি।

ঢাকায় বিএনপির গুরুত্বপূর্ণ সূত্রগুলোর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ড. ইউনূসের তরফ থেকেই এমন একটি বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে। যদিও সরকারের দিক থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। অন্যদিকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের কোনো বৈঠক হবে কি না, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba