আজঃ বৃহস্পতিবার ০৮-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, অল্পের জন্য রক্ষা পেলেন এএসপি

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ০৬ Mar ২০২৫
  • / পঠিত : ৩০ বার

পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, অল্পের জন্য রক্ষা পেলেন এএসপি

বরগুনায় এক সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বহনকারী পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন এএসপি।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে বরগুনা-পুরাকাটা সড়কের পুরাকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, আমতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার তারিকুল ইসলাম মাসুদ বরগুনা থেকে আমতলীর উদ্দেশ্যে রওয়ানা হন। গাড়িতে তার সঙ্গে চালকসহ আরও এক পুলিশ সদস্য ছিলেন। পথে পুরাকাটা এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। তবে গাড়িটি খাদে পড়ার আগেই সহকারী পুলিশ সুপারসহ অন্যরা বের হয়ে গেলে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জাগো নিউজকে বলেন, সহকারী পুলিশ সুপারকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে সামান্য আহত হলেও কারও বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

দুর্ঘটনাস্থল থেকে গাড়িটি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba