আজঃ সোমবার ১২-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

ধর্ষণ মামলায় জামিন পাওয়ার অধিকার আমরা রাখবো না: আইন উপদেষ্টা

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ০৯ Mar ২০২৫
  • / পঠিত : ২৮ বার

ধর্ষণ মামলায় জামিন পাওয়ার অধিকার আমরা রাখবো না: আইন উপদেষ্টা

এসবিনিউজবিডি ডেস্ক: নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলায় জামিন পাওয়ার অধিকার আমরা রাখবো না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল৷ 

রোববার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি৷

আইন উপদেষ্টা বলেন, ধর্ষণ মামলায় যদি ৯০ দিনের মধ্যে বিচার না হয়, তাহলে এ মামলায় কাউকে জামিন দেয়া যাবে না। আগে ছিলো ১৮০ দিনের মধ্যে বিচার না হলে জামিন দেয়া যেতো।

আইন উপদেষ্টা বলেন, ধর্ষণের মামলার ক্ষেত্রে যদি কোনো রকমের গাফলতি থাকে তাহলে তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল এ্যাকশন নেয়ার জন্য সুনিদিষ্ট আইন সংযোজন করা হবে। একই সঙ্গে ধর্ষণের মামলার ক্ষেত্রে ডিএনএ সার্টিফিকেট লাগতো। আমাদের দেশের সব জায়গায় ডিএনএ সার্টিফিকেট দেয়ার সুবিধা নেই। এজন্য ধর্ষণ মামলার বিচার অনেক দেরি হতো।

এজন্য স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলে একটা সংশোধনী আনবো যে, উপযুক্ত ক্ষেত্রে বিচারক যদি মনে করে যে শুধু মাত্র মেডিকেল সার্টিফিকেটই মামলার বিচার ও তদন্ত কার্যক্রম চাৱানো সম্ভব তাহলে সে রকম ব্যবস্থা নিতে পারবে।

তিনি বলেন, যে সব স্থানে আসামিরা হাতেনাতে ধরা খাবে সেখানে ডিএনএ সার্টিফিকেট পাওয়ার জন্য সময়ক্ষেপণ রোধকল্পে এ পরিবর্তন আনার চিন্তা করছি। সরকার অতিদ্রুত জেলা পর্যায় ডিএনএ টেস্ট নেওয়ার জন্য ল্যাবোটরি তৈরি করা হবে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba