আজঃ বৃহস্পতিবার ০৮-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

কুড়িগ্রামে ট্রাক্টচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ০৯ Mar ২০২৫
  • / পঠিত : ৩২ বার

কুড়িগ্রামে ট্রাক্টচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।

রোববার (০৯ মার্চ) দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের নিরাশির পাতার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার পাণ্ডুল ইউনিয়নের মিনাবাজার ঢেঁকিয়ারাম এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে সৌরভ আলী (১৯) ও বকিয়ত আলীর ছেলে প্লাবন মিয়া (১৮)। তারা দুজনই কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

জানা গেছে, সৌরভ ও প্লাবন বন্ধু। তারা পার্শ্ববর্তী চিলমারী উপজেলরি থানাহাট বাজার থেকে ফেরার পথে নিরাশির পাতার বটতলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক্ট চাপা দেয়। এতে ঘটনাস্থলে সৌরভ মারা যান। এ সময় গুরুত্বর অবস্থায় প্লাবন মিয়াকে উলিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, দুই মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba