আজঃ বৃহস্পতিবার ১৩-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

সাতক্ষীরায় ১৫ টি স্বর্ণের বারসহ বিজিবির হাতে আটক ১

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ১০ Mar ২০২৫
  • / পঠিত : ৩ বার

সাতক্ষীরায় ১৫ টি স্বর্ণের বারসহ বিজিবির হাতে আটক ১

: ভারতে পাচারের জন্য নিয়ে আসা আড়াই কোটি টাকা মূল্যের ১৫ টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। গতকাল রবিবার রাতে সদর উপজেলার আবাদের হাট এলাকা থেকে ইজিবাইকসহ সোহেল উদ্দিনকে (৫৫) আটক করে বিজিবি। তার বাড়ি কলারোয়া উপজেলার আইসপাড়া গ্রামে। তিনি হামিজ উদ্দিনের ছেলে।

আজ সোমবার (১০ মার্চ) সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩৩ বিজিবির অধিনস্থঝাউডাংগা ক্যাম্পের টহল কমান্ডার সুবেদার এম এম কামরুজ্জামানের নেতৃত্বে বিজিবির জোয়ানরা আবাদের হাট এলাকায় অভিযান চালায়। সেখান থেকে একটি ইজিবাইকসহ চোরাকারবারি সোহেল উদ্দিনকে আটক করে। 

তিনি আরও জানান, পরবর্তীতে তল্লাশি চালিয়ে ইজিবাইকের সামনের স্টেয়ারিংয়ের নিচের অংশে বিশেষ ব্যবস্থায় রাখা স্কচটেপ পেঁচানো ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন এক কেজি ৮০০ গ্রাম। স্বর্ণগুলো ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। 

আটককৃত স্বর্ণ ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য দুই কোটি ৩৫ লক্ষ ৩৫ হাজার ২০০ টাকা। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে। 

স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক। 

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba