আজঃ শুক্রবার ১৪-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

চাঁদাবাজীকে কেন্দ্র করে ছাত্রদল-যুবদল সংঘর্ষে নিহত ১, আহত ২৫

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ১১ Mar ২০২৫
  • / পঠিত : ৫ বার

চাঁদাবাজীকে কেন্দ্র করে ছাত্রদল-যুবদল সংঘর্ষে নিহত ১, আহত ২৫

: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্তে ভারতীয় চুনাপাথর পরিবহনকারী গাড়ি থেকে চাঁদা আদায়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন।

সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় মধ্যনগর উপজেলার মহিষখলা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ আলী (৬৫), তিনি হোসেনপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সীমান্তে ভারতীয় চুনাপাথর পরিবহনকারী গাড়ী থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে গত কিছুদিন ধরে স্থানীয় ইউনিয়ন ছাত্রদল নেতা হারুনুর মাহমুদ ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হযরত আলীর গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় মহিষখলা বাজারে দুই গ্রুপের মধ্যে বাক-বিতণ্ডা হয়। 

এ সময় হযরত আলী গ্রুপ হারুন মাহমুদের লোকজনকে ধাওয়া করলে তারা বাজার থেকে চলে যায়। পরে মাগরিবের নামাযের পর হারুন মাহমুদ গ্রুপের শতাধিক লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মহিষখলা বাজারে এসে হযরত আলী গ্রুপের লোকজনের উপর আক্রমন চালায়। এ সময় ইটের আঘাতে আহত হয়ে মোহাম্মদ আলী ঘটনাস্থলে নিহত হন ও অন্তত ২৫ জন আহত হন। আহতদের ধর্মপাশা ও নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মধ্যনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমান বলেন, সোমবার সন্ধ্যায় বিএনপির স্থানীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও ১৫-২০ জন আহত হয়। নিহত ব্যক্তি বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল বলে জানা গেছে। বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত আছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba