আজঃ বৃহস্পতিবার ১৩-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

লক্ষ্মীপুরে মেয়াদবিহীন সেমাই উৎপাদন, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ১২ Mar ২০২৫
  • / পঠিত : ৬ বার

লক্ষ্মীপুরে মেয়াদবিহীন সেমাই উৎপাদন, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

: লক্ষ্মীপুরে মেয়াদবিহীন সেমাই মজুদসহ ক্ষতিকারক রং ব্যবহার করে পণ্য উৎপাদনের দায়ে সদরের তেওয়ারীগঞ্জ বাজারে আব্দুল্লাহ বিস্কুট হাউজের মালিক বাবুল মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাজার মনিটরিং অভিযানের মাধ্যমে প্রতিষ্ঠানটির গুদাম সিলগালা ও ক্ষতিকারক রং জনসম্মুখে বিনষ্ট করা হয়।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে সদরের তেওয়ারীগঞ্জ বাজারে উপজেলা প্রশাসন, নিরাপদ খাদ্য বিভাগ ও সেনাবাহিনী যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভি দাশ।

এছাড়া সদরের জকসিন বাজার ও ভবানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ধার্যকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শনে ব্যর্থ হওয়া এবং ক্রয়কৃত পণ্যের মূল্য রশিদ সংরক্ষণ না করার অপরাধে ১০ প্রতিষ্ঠানকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

রাতে জেলা প্রশাসক ও সদর উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে অভিযানের তথ্য প্রকাশ করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন- জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ডা. সুমধু চক্রবর্তী, লক্ষ্মীপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ আব্দুল্লাহ হিল হাকিম, সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক তাজুল ইসলাম, কমলনগর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক রিয়াজ উদ্দিন ও লক্ষ্মীপুরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যরা।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba