আজঃ শুক্রবার ১৪-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

ঠাকুরগাঁও থেকে চুরি হওয়া শিশুটি গাজীপুর থেকে উদ্ধার, গ্রেপ্তার ৪

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ১৩ Mar ২০২৫
  • / পঠিত : ২ বার

ঠাকুরগাঁও থেকে চুরি হওয়া শিশুটি গাজীপুর থেকে উদ্ধার, গ্রেপ্তার ৪

: ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়া আড়াই মাস বয়সী শিশু সায়ান আহমেদকে গাজীপুর থেকে উদ্ধার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। বুধবার (১২ মার্চ) দুপুরে জেলার শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। 

এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে র্যা ব-১ ও র্যা ব-১৩ এর সদস্যরা। পরে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের একটি দল ও শিশু সায়ানের পরিবারের কয়েকজন সদস্য গাজীপুরে যান। পরে বিকেলেই ঠাকুরগাঁও পুলিশের হাতে শিশুটিকে হস্তান্তর করে র্যা ব।

গ্রেপ্তারকৃতরা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নুলতলা গ্রামের মো. শামসুদ্দিনের মেয়ে সোনালী আক্তার শিরিন (২০), তার স্বামী মো. রাজু কবিরাজ (২২), নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চকপাড়া গ্রামের মো. আক্কাস আলীর ছেলে মো. লিটন মিয়া (৩৫) এবং লিটন মিয়ার স্ত্রী মোসা. লাভলী বেগম (৩২)।

শিশু সায়ান ঠাকুরগাঁও সদরের ভুল্লী মুন্সিরহাট এলাকার বাসিন্দা শিমুল ইসলাম ও হাসি আক্তার দম্পতির সন্তান।

জানা গেছে, গত ৯ মার্চ দুপুর ২টার দিকে দুই মাস ১৭ দিন বয়সী শিশুটিকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ১০ মার্চ সন্ধ্যা সাড়ে ছয়টায় শিশুটির মা ওয়ার্ডের ভেতর অপরিচিত এক নারীর কাছে সন্তানকে রেখে ওয়াশরুমে যান। ফিরে এসে দেখেন সেই নারী ও শিশুটি নেই।

এই ঘটনায় শিশুটির বাবা শিমুল ইসলাম ঠাকুরগাঁও সদর থানায় অপহরণ মামলা করেন। বিষয়টি গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে র্যা ব-১ ও র্যা ব-১৩ ও ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি দল যৌথভাবে তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যা ব জানতে পারে, অভিযুক্তরা গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় আত্মগোপনে রয়েছেন। এরপর সেখানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার এবং শিশুটিকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বলেন, র্যা ব-১, র্যা ব-১৩ ও ঠাকুরগাঁও পুলিশের অভিযানে গাজীপুর থেকে হারিয়ে যাওয়া শিশু সায়ানকে উদ্ধার করেছে র্যা ব। পরে আমাদেরকে খবর দিলে পুলিশ সায়ানের মা-বাবাকে নিয়ে গাজীপুররে রওনা দেয়। দুপুরে র্যা ব শিশুটিকে তার পরিবারের মাঝে হস্তান্তর করে। বর্তমানে আসামিরা ঠাকুরগাঁ শহর থানার হেফাজতে রয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে৷

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba