আজঃ মঙ্গলবার ১৮-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

পাবনা রূপপুর প্রকল্প এলাকা থেকে নারীর মরদেহ উদ্ধার

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ১৭ Mar ২০২৫
  • / পঠিত : ১৫ বার

পাবনা রূপপুর প্রকল্প এলাকা থেকে নারীর মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীর রূপপুর প্রকল্প এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ মার্চ) দুপুর ২টার দিকে পাকশি রেলওয়ে স্টেশনের কাছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভরাটকৃত মাটির স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে প্রকল্প এলাকার কয়েকজন স্থানীয় কাজের উদ্দেশ্যে বের হলে প্রকল্পের মাটির স্তূপের ওপর লম্বা কালো চুলের মতো কিছু একটা দেখেন। পরে সামনে এগিয়ে গেলে কালো সালোয়ার কামিজ পরিধান ও গলায় ওড়না পেঁচানো একটি নারীর অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

মরদেহ উদ্ধার হলেও নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৫-২৬ বছরের মতো হবে। গলায় ওড়না পেঁচানো দেখে মনে হচ্ছে শ্বাসরোধে কেউ হত্যা করে ফেলে রেখে গেছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহিদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছি। তার পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআইকে অবগত করা হয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba