আজঃ বৃহস্পতিবার ০৮-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ছাত্রদল নেতার মৃত্যু

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ২০ Mar ২০২৫
  • / পঠিত : ৩৩ বার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ছাত্রদল নেতার মৃত্যু

: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ছাত্রদল নেতা কবির হোসেন (২৮) মারা গেছেন। বুধবার সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত কবির হোসেন এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ও চাঁদপুর গ্রামের ফজলুল হক আকন্দের ছেলে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় দলীয় নেতাকর্মীরা কেজির মোড় এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় হত্যার দায়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ ও চরম উত্তেজনা বিরাজ করছে।

বুধবার (১৯ মার্চ) রাত ১০টার দিকে এনায়েতপুর থানা যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান আতা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কবির হোসন মারা গেছেন। মরদেহ বাড়িতে আনার ব্যবস্থা চলছে।

দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার বিকালে ইফতার মাহফিলকে কেন্দ্র করে সদিয়া চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দলের দুই পক্ষের সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন কবির হোসেন। তাকে প্রথমে খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হয়। পরবর্তীতে রাজধানীর ক্রেটিক্যাল কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যার দিকে মারা যান। এ ঘটনায় উভয়পক্ষের আট নেতাকর্মী আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

এনায়েতপুর থানা যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান আতা বলেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিমের নির্দেশে থানা বিএনপির সদস্যসচিব মঞ্জু শিকদারের নেতৃত্বে হামলা চালিয়ে কবির হোসেনকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার সন্ধ্যা থেকে দলীয় নেতাকর্মীরা কেজির মোড় এলাকায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল করেছেন।

কবির হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এনায়েতপুরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের পক্ষ থেকে খুনিদের বিচার দাবিতে বিক্ষোভ ও পথসভা করা হয়।

এ সময় বক্তারা বলেন, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব মুনজুর রহমান মুঞ্জু সিকদার, যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন জহুরুল, সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম মিঠু মীর ও সাধারণ সম্পাদক কালাম সিকদারের নেতৃত্বে ছাত্রদল নেতা কবিরকে হত্যা করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও লুটপাটের অভিযোগ করা হয়। এ সময় খুনিদের ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠে এনায়েতপুর থানা এলাকা।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানি বলেন, একই স্থানে মঙ্গলবার ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়। আমরা জানতে পেরেছি আজ আহত একজন মারা গেছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba