আজঃ শনিবার ২২-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

নরসিংদীতে দুপক্ষের টেঁটাযুদ্ধ, নিহত ২, আহত ৫

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ২১ Mar ২০২৫
  • / পঠিত : ৪ বার

নরসিংদীতে দুপক্ষের টেঁটাযুদ্ধ, নিহত ২, আহত ৫

: নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের টেঁটাযুদ্ধে দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। 

শুক্রবার (২১ মার্চ) ভোরে উপজেলার দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ দিকে দুজন নিহতের ঘটনায় পুরো গ্রামে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশ।

নিহতরা হলেন- মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন (২৩) ও একই গ্রামের বারেক হাজীর ছেলে বাশার (৩৫)। তারা দুজনই স্থানীয় আওয়ামী লীগ সভাপতি সালাম মিয়ার সমর্থক।

স্থানীয়রা জানান, সালাম ও সামসু গ্রুপের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে গত রাতে দুপক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।

শুক্রবার ভোরে উভয়পক্ষের লোকজন টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে দুজন মারা যান। আহত হয়েছেন পাঁচজন।

এ বিষয়ে রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন, সালাম ও সামসু মেম্বার লোকজনের মধ্যে টেঁটাযুদ্ধে দুজন মারা যাওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba