আজঃ রবিবার ২৩-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

কাজীর সন্ধানে গেল প্রেমিক, প্রেমিকাকে নিয়ে পালাল বন্ধু

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ২২ Mar ২০২৫
  • / পঠিত : ৩ বার

কাজীর সন্ধানে গেল প্রেমিক, প্রেমিকাকে নিয়ে পালাল বন্ধু

: বিয়ে করার জন্য বাড়ি থেকে প্রেমিকের সঙ্গে পালিয়েছে প্রেমিকা। বন্ধুর কাছে প্রেমিকাকে রেখে প্রেমিক ডাকতে যান কাজীকে। এ সুযোগে প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায় ওই বন্ধুই।

তবে শেষ রক্ষা হয়নি, ধরা পড়ার পর অপহরণের মামলায় বর্তমানে প্রেমিক ও তার বন্ধু কারাগারে। ঘটনাটি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের আব্দুল কুদ্দসের ছেলে আটোরিকশা চালক হাসানের (২৯) সঙ্গে একই এলাকার ১৪ বছরের এক কিশোরীর প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। একপর্যায়ে হাসান ও তার প্রেমিকা পালিয়ে বিয়ের সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী গত ১৭ মার্চ বন্ধু ইলিয়াস খানের (২৩) সহয়তায় বাড়ি থেকে পালায় ওই যুগল। তারা দুজনে আসে ভান্ডারিয়া পৌরসভার ১ নাম্বার ওয়ার্ডে।

সেখানে হাসান তার বন্ধু ইলিয়াস খানের কাছে প্রেমিকাকে রেখে কাজী আনতে যায়। এ সুযোগে হাসান যেতে বলেছে জানিয়ে ইলিয়াস বন্ধুর প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায়। এরপর হাসান চেষ্টা করেও প্রেমিকা ও বন্ধুর সঙ্গে যোগাযোগে ব্যর্থ হয়। গত ২১ মার্চ দুপুরে ইলিয়াস ও বন্ধুর প্রেমিকা ভান্ডারিয়া বাজারে আসলে স্বজনদের কাছে ধরা পড়ে।

এ ঘটনায় স্থানীয় ওয়ার্ডের চৌকিদার জামাল আকন শুক্রবার বাদী হয়ে ভান্ডারিয়া থানায় অপহরণের মামলা করেন। মামলার দিন রাতেই পুলিশ হাসান ও ইলিয়াসকে গ্রেফতার করে।

ভান্ডারিয়া থানার ওসি আহমেদ আনওয়ার বলেন, ‘কিশোরীকে অপহরণের ঘটনায় মামলা হয়েছে। সে মামলায় হাসান ও ইলিয়াসকে গ্রেফতার করে শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba