আজঃ মঙ্গলবার ২৫-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

বাবাকে হত্যা করে হার্ট অ্যাটাকে ঘাতক পুত্রের মৃত্যু

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ২৩ Mar ২০২৫
  • / পঠিত : ৩ বার

বাবাকে হত্যা করে হার্ট অ্যাটাকে ঘাতক পুত্রের মৃত্যু

: পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে বাবা মকবুল হোসেন মোল্লাকে খুন করে ছেলে রুবেল মোল্লার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। রোববার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের চেরাগ আলী বেপারী কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত মকবুল হোসেন মোল্লা (৬৫) চেরাগ আলী বেপারী কান্দি গ্রামের হামিজ উদ্দিন মোল্লার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইফতারের পর পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে রুবেল মোল্লা (৩৩) তার বাবা মকবুল হোসেন মোল্লাকে কুপিয়ে আহত করেন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে বাবার মৃত্যুর খবর শুনে স্ট্রোকজনিত কারণে রুবেল মোল্লা অসুস্থ হয়ে পড়লে তাকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

আয়নাল হক মাদবর নামে স্থানীয় এক ব্যক্তি জানান, সন্ধ্যায় ইফতারের দাওয়াত ছিল আমার। দাওয়াত থেকে ফেরার পথে শুনতে পারি মকবুল হোসেন মোল্লাকে তার বড় ছেলে রুবেল মোল্লা কুপিয়ে আহত করেছেন। পরবর্তীতে মকবুল হোসেন মোল্লাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। অন্যদিকে রুবেল মোল্লা স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেছেন বলে আমি শুনেছি।

বিষয়টি নিয়ে শরীয়তপুরের অতিরিক্ত সুপার (নড়িয়া সার্কেল) আশিক মাহমুদ বলেন, ছেলে কর্তৃক বাবাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এরপর ছেলেরও মৃত্যু হয়েছে। এই মুহূর্তে ঘটনার বিস্তারিত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলতে পারবেন। তিনি ঘটনাস্থলে রয়েছেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba