আজঃ মঙ্গলবার ২৫-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে গোলাগুলি, নিহত ১৬

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ২৪ Mar ২০২৫
  • / পঠিত : ৪ বার

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে গোলাগুলি, নিহত ১৬

এসবিনিউজবিডি ডেস্ক: পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে গোলাগুলির ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। রোববার (২৩ মার্চ) পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, নিরাপত্তা বাহিনী গুলাম খান কল্লে এলাকায় পাক-আফগান সীমান্ত দিয়ে দেশে অনুপ্রবেশের চেষ্টাকালে একদল ‌‘সন্ত্রাসীকে’ শনাক্ত করে।

এরপর সেনাবাহিনী কার্যকরভাবে তাদের অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। তীব্র গুলি বিনিময়ের কারণে সেখানে অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলেও জানানো হয়।

পাকিস্তান ধারাবাহিকভাবে আফগান সরকারকে তাদের সীমান্তের পাশে কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য অনুরোধ করে আসছে।

বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী তাদের সীমান্ত সুরক্ষিত করতে ও দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এক বিবৃতিতে সন্ত্রাসীদের অনুপ্রবেশ বন্ধ করার জন্য নিরাপত্তা বাহিনীকে শ্রদ্ধা জানিয়েছেন।

প্রেসিডেন্ট সময়োপযোগী অভিযানের সময় ১৬ জন খারেজিকে হত্যা করার জন্য নিরাপত্তা বাহিনীর সাহসিকতার প্রশংসা করেছেন।

এদিকে পাকিস্তানের বেলুচিস্তানে পৃথক দুই হামলায় চার শ্রমিক ও চার পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (২২ মার্চ) এসব হামলার ঘটনা ঘটে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba