আজঃ শনিবার ২৯-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

নির্দিষ্ট সময়ে ছেড়ে যাচ্ছে ট্রেন, আজ ঢাকা ছাড়বে ৬৯টি

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ২৬ Mar ২০২৫
  • / পঠিত : ৪ বার

নির্দিষ্ট সময়ে ছেড়ে যাচ্ছে ট্রেন, আজ ঢাকা ছাড়বে ৬৯টি

এসবিনিউজবিডি ডেস্ক: ঈদযাত্রার তৃতীয় দিনে আজ ঢাকা থেকে ৬৯টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. শাহাদাত হোসেন। এর মধ্যে আন্তঃনগর ৪৩টি এবং মেইল ও কমিউটার মিলিয়ে ২৬টি ট্রেন ঢাকা ছেড়ে যাবে বলে জানান তিনি। শাহাদাত হোসেন বলেন, আজ ঈদযাত্রার তৃতীয় দিন। এদিন সবগুলো ট্রেন নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে, শুধু তিতাস কমিউটার ৪৫ মিনিট দেরিতে ছেড়েছে। ট্রেনটি স্টেশনে আসতে দেরি করেছিল, এজন্য দেরি হয়েছে। 

বুধবার (২৬ মার্চ) বেলা ১১টায় নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, ট্রেন ছাড়ার দুই ঘণ্টা আগে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে। আগামীকাল (২৭ মার্চ) থেকে বিশেষ ট্রেন চলবে। যাত্রীসেবায় প্রতিবারের মতো এবারও আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। স্টেশনের শুরু থেকে গন্তব্যে ট্রেনে পৌঁছানো পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। ভেরিফিকেশনের মাধ্যমে টিকিট চেকিং করা হচ্ছে।

এদিকে, এদিন সকালে স্টেশন এলাকায় অতিরিক্ত যাত্রীর চাপ দেখা গেছে। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়ছেন বিভিন্ন অঞ্চলের মানুষ।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba