আজঃ শনিবার ২৯-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

মৌলভীবাজারে ডিবি পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ২৬ Mar ২০২৫
  • / পঠিত : ৬ বার

মৌলভীবাজারে ডিবি পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

: মৌলভীবাজারের রাজনগরে ডিবি পুলিশের ওপর হামলার ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৪৭ জনের নামে মামলা হয়েছে। ঘটনার পাঁচদিন পর মঙ্গলবার (২৫ মার্চ) রাজনগর থানায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই এএইচএম মাহমুদুর রহমান এ মামলা করেন। মামলায় ইউপি চেয়ারম্যান রাহেল হোসেনসহ ১৭ জনসহ অজ্ঞাতপরিচয় আরও ৩০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ মার্চ রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান রাহেল হোসেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে সরকার বিরোধী বৈঠক করছেন এমন খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল ইউনিয়ন পরিষদে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে চেয়ারম্যানসহ তার লোকজন স্লোগান দিয়ে ডিবি পুলিশের গাড়ি ভিতরে রেখে ইউনিয়ন পরিষদের গেটে তালা লাগিয়ে দেন। অবরুদ্ধ পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে কনস্টেবল মেহেদী হাসান সৌরভ ও তমাল হোসেন রায়হান আহত হন। ডিবি পুলিশের ব্যবহৃত গ্লাস ফেটে যায়।

এজাহারে আরও বলা হয়, হামলার সময় ওই গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়। পরে রাজনগর থানার ওসিকে বিষয়টি জানালে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে ইউপি সদস্য আব্দুল আজিজের সহযোগিতায় গেটের তালা খুলে অবরুদ্ধ ডিবি পুলিশকে বের করা হয়।

মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান রাহেল হোসেন বলেন, ওইদিন ইউনিয়নে একটি সালিশ চলছিল। সেখানে মানুষ বেশি থাকায় ডিবি পুলিশকে দেখে তারা উত্তেজিত হতে পারে ভেবে আমি চলে যেতে চাই। এসময় পুলিশ সদস্যরা পেছন পেছন গেলে লোকজন উত্তেজিত হয়ে কি হয়েছে জানতে চাই।

তিনি আরও বলেন, কেউ ইউনিয়ন পরিষদের সম্পদের ক্ষতি যাতে করতে না পারে সে জন্য সব মানুষকে বাইরে বের করে একজন গ্রাম পুলিশ গেইট তালাবদ্ধ করেন। পরে সেটি খুলে দেওয়া হয়। তারা চলে গেলে আমি ইউনিয়নে এসে জানতে পারি কোনো মারামারি বা ক্ষয়ক্ষতির ঘটনরা ঘটেনি। মিথ্যা একটি মামলা দিয়ে আমার ইউনিয়নের অনেক নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, ডিবি পুলিশের সদস্যরা সরকারি দায়িত্ব পালন করতে সেখানে গিয়েছিল। গেটে তালা দিয়ে তাদের আটকে রাখা অপরাধ। এ ঘটনায় পেছন দিক থেকে ইটপাটকেলের আঘাতে আমাদের দুইজন সদস্য আহত হয়েছেন। তাই মামলা করা হয়েছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোর্শেদুল হাসান খান বলেন, ডিবি পুলিশের একজন বাদী হয়ে এঘটনায় মামলা করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেবো।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba