আজঃ শনিবার ২৯-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

গাজায় কয়েক দিনে বাস্তুচ্যুত দেড় লাখ মানুষ: জাতিসংঘ

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ২৬ Mar ২০২৫
  • / পঠিত : ৮ বার

গাজায় কয়েক দিনে বাস্তুচ্যুত দেড় লাখ মানুষ: জাতিসংঘ

এসবিনিউজবিডি ডেস্ক : যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় ইসরায়েলের নতুন করে হামলা টানা নবম দিনের মতো অব্যাহত রয়েছে। এই অল্প সময়ের মধ্যে গাজায় শত শত মানুষকে হত্যার পাশাপাশি প্রায় দেড় লাখ বাসিন্দাকে বাস্তুচ্যুত করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) রাতে জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ জানিয়েছে, ১৮ মার্চ গাজায় ইসরায়েল পুনরায় যুদ্ধ শুরু করার পর থেকে ১ লাখ ৪২ হাজার ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে।

সংস্থাটি জানায়, মাত্র কিছু ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে পালিয়ে আসা অনেক মানুষ এখন রাস্তায় অবস্থান করছে। এখানে খাবার, পানি এবং আশ্রয়ের জন্য অতি প্রয়োজনীয় জিনিসপত্রের খুব অভাব।

এদিকে, আজ বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে ইসরায়েলি হামলায় শিশুসহ কমপক্ষে ৩৯ জন নিহত এবং ১২৪ জন আহত হয়েছে। উত্তর গাজার জাবালিয়া, দক্ষিণে খান ইউনিস এবং রাফাহসহ উপত্যকাজুড়ে হামলার খবর পাওয়া গেছে।

আল জাজিরা জানিয়েছে, জাবালিয়ায় ইসরায়েলি সামরিক বিমান বেসামরিক লোকে ভরা একটি বাড়িতে বোমা মারে। এর ফলে কমপক্ষে আটজন নিহত হয়। নিহতদের মধ্যে ছয় মাস বয়সী একটি শিশুও ছিল।

গাজার মধ্যাঞ্চলে অবস্থিত বুরেইজ শরণার্থী শিবিরে একটি আবাসিক ফ্ল্যাটে হামলা চালানো হয়। সেখানে এক শিশু নিহত হয়।

মধ্য গাজার দেইর এল-বালাহ থেকে রিপোর্ট করা আল জাজিরার তারেক আবু আযম বলেছেন, রাতটি চরম ধ্বংসযজ্ঞে পরিপূর্ণ। ইসরায়েলি বাহিনী মধ্য ও উত্তর গাজার ঘনবসতিপূর্ণ এলাকায় বোমাবর্ষণ করছে। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় এখানকার মানুষ পরবর্তী পরিস্থিতি নিয়ে বেশ আতঙ্কিত।

উত্তরের গাজা শহর থেকে আল জাজিরার হানি মাহমুদ জানিয়েছেন, ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত মানুষেরা এখন যে কোনো জায়গা খুঁজছে, যাতে তারা সামান্য হলেও নিরাপদে থাকতে পারবে। তারা তাঁবুর জায়গায়, জনাকীর্ণ এলাকায়, প্রায় ধসে পড়া বা আংশিকভাবে ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোতেও চলে যাচ্ছে আশ্রয়ের খোঁজে।

জাতিসংঘের ত্রাণ এবং মানবিক সহায়তা সংক্রান্ত সংস্থা-ওসিএইচএ জানিয়েছে, ইসরায়েলের জোরপূর্বক উচ্ছেদের আদেশ এবং ঘরবাড়ি ও সরকারি অবকাঠামো ধ্বংসের কারণেই এই বাস্তুচ্যুতি ঘটছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba