আজঃ মঙ্গলবার ০১-০৪-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

স্বাধীনতা দিবসে উন্মুক্ত ছিল কোস্ট গার্ডের ৬ জাহাজ

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ২৬ Mar ২০২৫
  • / পঠিত : ১৩ বার

স্বাধীনতা দিবসে উন্মুক্ত ছিল কোস্ট গার্ডের ৬ জাহাজ

এসবিনিউজবিডি ডেস্ক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে জনসাধারণের জন্য ছয়টি জাহাজ উন্মুক্ত করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

বুধবার (২৬ মার্চ) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। প্রতিবছর এ দিনটি বাঙালি জাতি বিশেষভাবে পালন করে থাকে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ কোস্টগার্ড ২৬ মার্চ দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ‘বিসিজিএস শেট গাং’ (মুন্সিগঞ্জ লঞ্চঘাট, ঢাকা), ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ (১৫ নং ঘাট, পতেঙ্গা), ‘বিসিজিএস শ্যামল বাংলা’ (বিসিজি বেইস চট্টগ্রাম, ইছা নগর), ‘বিসিজিএস কামরুজ্জামান (দিগরাজ, মোংলা), ‘বিসিজিএস তৌহিদ’ (রুপসা, খুলনা) এবং ‘বিসিজিএস অপরাজেয় বাংলা’ (পায়রা পোর্ট, পটুয়াখালী) জাহাজগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখে।

স্বাধীনতা-দিবস, কোস্টগার্ড, মুক্তিযুদ্ধ, নৌবাহিনীস্বাধীনতা দিবসে ছয় জাহাজ উন্মুক্ত করলো কোস্টগার্ড

তিনি আরও বলেন, দুপুর ১২টা থেকে জাহাজ পরিদর্শন করতে ওই এলাকা এবং আশপাশের এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী-পুরুষ আগমন করেন। এতে সাধারণ মানুষের কোস্টগার্ডের জাহাজ এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সম্পর্কে জানার সুযোগ হয়।

এছাড়াও জাহাজগুলো সম্পর্কে মানুষের কৌতূহল এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন দ্বায়িত্বশীল কর্মকর্তা এবং নাবিকরা। জাহাজের গভীর সমুদ্রে গমন ও উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে টহল, উদ্ধার ও অনুসন্ধান কর্মকাণ্ড, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধকৌশল সম্পর্কে জানতে পেরে জনসাধারণের মাঝে বাংলাদেশ কোস্টগার্ড সম্পর্কে ইতিবাচক দিক প্রকাশ পায়।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba