আজঃ বৃহস্পতিবার ০৮-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১০

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ২৬ Mar ২০২৫
  • / পঠিত : ৩৮ বার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১০

: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সালেহা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন।

বুধবার (২৬ মার্চ) দুপুর ৩টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত নারী সালেহা বেগম মাগুরার মোহাম্মদপুরের বাসিন্দা। তিনি দুর্ঘটনা কবলিত বাসের যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, নড়াইলগামী হানিফ পরিবহনের একটি বাসকে মীম-হামিম পরিবহনের অন্য একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে হানিফ পরিবহনের পেছনের অংশ ও মীম-হামিম পরিবহনের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় নিহত সালেহা বেগম মীম-হামিম পরিবহনের বাস যাত্রী ছিলেন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় বাস দুটি জব্দ করা হলেও পালিয়েছে চালক।

হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুর রহমান বলেন, দুপুর তিনটায় রাজেন্দ্রপুরে দুই বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এক নারী নিহত হয়েছেন। গাড়ি চালক পালিয়ে গেছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba