আজঃ শনিবার ০৫-০৪-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে যুবক অপহৃত, উদ্ধার করলো র্যা ব

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫
  • / পঠিত : ৩ বার

প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে যুবক অপহৃত, উদ্ধার করলো র্যা ব

: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় সূত্র ধরে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে অপহরণের শিকার হয়েছেন এক যুবক। শুধু অপহরণ করেই শেষ নয়, মুক্তিপন আদায়ে চালানো হয়েছে অমানুষিক নির্যাতন। মুমূর্ষু অবস্থায় ওই যুবককে উদ্ধার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব-৬) এর একটি দল। 

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত ১১ টায় খুলনা র্যা ব-৬ এর মিডিয়া কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আনুমানিক দুই মাস আগে ভুক্তভোগীর সাথে এক নারীর ফেসবুকে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে প্রেমিকা বিভিন্ন সময় বিভিন্ন প্রলোভন দেখিয়ে দেখা করার প্রস্তাব দেয়। এর প্রেক্ষিতে মঙ্গলবার (১ এপ্রিল) ভুক্তভোগী ওই নারীর সাথে দেখা করার উদ্দেশ্যে বাগেরহাটের মোল্লাহাট থানার জয়ডিহি বাসস্ট্যান্ডে যায়। তখন প্রেমিকা তাকে বুড়িগাংনি বাজারে যাওয়ার জন্য একটি ভ্যান পাঠায়। 

সেখানে বাজারে যাওয়ার পথে মাতারচর নামক স্থানে পৌঁছালে অপহরণচক্রের মূলহোতা আরমান শেখসহ সাতজনের একটি দল তাকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করে অজ্ঞাত স্থানে একটি টিনের ঘরের মধ্যে আটকে রাখে। চক্রটি ওই যুবককে ব্লাকমেইল করার উদ্দেশ্যে তার পরিহিত কাপড় খুলে ভিডিও করার চেষ্টা করে। যুবক অনুনয় বিনয় করলেও অপহরণ চক্রটি তাকে অমানবিক নির্যাতন করে এবং তার মোবাইল ফোনের মাধ্যমে তার মায়ের কাছে পাঁচ লখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহৃত যুবকের মা নিরুপায় হয়ে তার প্রাণ রক্ষার্থে পনের হাজার টাকা বিকাশে অপহরণ চক্রটির কাছে পাঠায়।

তিনি আরও জানান, বিষয়টি জানতে পেরে র্যা ব-৬ (সদর কোম্পানির আভিযানিক দল) গোয়েন্দা নজরদারি ও অভিযান কার্যক্রম চলমান রাখে। বুধবার বিকেলে র্যা বের আভিযানিক দল গোয়েন্দা তৎপরতায় সনাক্ত করতে সক্ষম হয় যে, অপহরণকারী চক্রটি ভুক্তভোগীসহ খুলনার রূপসা থানা এলাকায় অবস্থান করছে। সেখানে অভিযান পরিচালনা করে ভুক্তভোগী ও মুক্তিপণ হিসেবে গৃহীত তেরো হাজার নয়শত ষাট টাকা এবং ভুক্তভোগীর মায়ের সাথে মুক্তিপণের জন্য যোগাযোগের মোবাইল ফোন উদ্ধার ও দুর্ধর্ষ অপহরণকারী চক্রের মূলহোতা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার জুমাডাঙ্গা গ্রামের মো. আরমান শেখকে (২২) গ্রেপ্তার করে।

পরে আসামি ও ভুক্তভোগীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বাগেরহাটের মোল্লাহাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে উল্লেখ করেন র্যা বের মিডিয়া কর্মকর্তা।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba