আজঃ বুধবার ০৯-০৪-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ ডেকেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ০৬ এপ্রিল ২০২৫
  • / পঠিত : ৮ বার

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ ডেকেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

এসবিনিউজবিডি ডেস্ক : ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাবেশ ডেকেছে। আগামীকাল সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে প্যারিস রোডে এ সমাবেশ হবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আজ রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরাইলের অব্যাহত বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং গাজার জনগণের প্রতি সংহতি জানাতে সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। সিনেটে ভবনের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এটি অনুষ্ঠিত হবে। সমাবেশে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে।

দীর্ঘ ছুটি শেষে আগামীকাল সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলছে। ৪ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়। অনেক শিক্ষার্থী ইতিমধ্যে রাজশাহীতে চলে এসেছেন। এদিকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। তখন থেকে উপত্যকাটিতে অন্তত ৫০ হাজার ৬৬৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত ১ লাখ ১৫ হাজার ২২৫ জন। নিহত ব্যক্তিদের মধ্যে গত ১৮ মার্চ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের পর নিহত ১ হাজার ২৪৯ জন আছেন। এই সময় আহত হয়েছেন ৩ হাজার ২২ জন।

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba