আজঃ বুধবার ০৯-০৪-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

সিসিইউতে বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ০৭ এপ্রিল ২০২৫
  • / পঠিত : ৫ বার

সিসিইউতে বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু

: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু শ্বাসকষ্টজনিত রোগে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে। এর আগে বরকত উল্লাহ বুলু অসুস্থ হয়ে পড়ায় তাকে কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে লাকসাম পৌঁছালে হঠাৎ অসুস্থতা অনুভব করেন তিনি। পরে রাত ৯টার দিকে কুমিল্লা নগরীর বেসরকারি মুন হসপিটালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

রাত পৌনে ১১টায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

হাজী ইয়াছিন বলেন, দলীয় কাজ শেষে ব্যক্তিগত গাড়ি যোগে ঢাকায় ফেরার পথে শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দেয়। তাই তাকে মুন হসপিটালের সিসিইউতে চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা হাসপাতালে আছি। এখন শারীরিক অবস্থা অনেকটা ভালো।

তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, কুমিল্লার মুন হসপিটালেই তার চিকিৎসা চলবে। মেজর কোনো সমস্যা নেই। আমরা বুলু ভাইয়ের সুস্থতা কামনায় সবার দোয়া চাচ্ছি।

এদিকে ভুলুর অসুস্থতার খবর পেয়ে অন্যান্য দলীয় নেতাদের মধ্যে হাসপাতালে তাকে দেখতে যান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, বিএনপি নেতা মোস্তফা জামান, সাবেক সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিজাম উদ্দিন কাউসার সহ দলের দক্ষিণ জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। 

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba