আজঃ শনিবার ১৯-০৪-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

গাজায় আবাসিক ভবনে ইসরাইলি হামলায় নিহত ৩৮ ফিলিস্তিনি

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫
  • / পঠিত : ২৬ বার

গাজায় আবাসিক ভবনে ইসরাইলি হামলায় নিহত ৩৮ ফিলিস্তিনি

এসবিনিউজবিডি ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার শুজাইয়া এলাকায় বুধবার একটি আবাসিক ভবনে ইসরাইলের বিমান হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৩৮ জন ফিলিস্তিনি নিহত এবং বহু লোক আহত হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা।

সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, নিহতদের মধ্যে আটজন নারী ও আটজন শিশু রয়েছে। এছাড়াও ৮৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। তাদের অনেকের অবস্থা গুরুতর।

তিনি বলেন, ওই ভবনটির ধ্বংসস্তূপের নিচে এখনো ৩৪ জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে।

এর আগে সিভিল ডিফেন্সের মুখপাত্র ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ২৩ এবং আহতের সংখ্যা ৬০ জনেরও বেশি বলে জানিয়েছিলেন।

গত ১৮ মার্চ থেকে ইসরাইলি সেনাবাহিনী যুদ্ধবিরতি ভেঙে গাজায় নতুন করে প্রাণঘাতী আক্রমণ শুরু করেছে এবং এরপর থেকে এ পর্যন্ত প্রায় এক হাজার ৫০০ জন নিহত ও তিন হাজার ৭০০ জন আহত হয়েছেন।

গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি বাহিনীর নৃশংস হামলায় ৫০ হাজার ৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিভাগই নারী ও শিশু।

আন্তর্জাতিক অপরাধ আদালত গত নভেম্বরে নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। এছাড়াও গাজায় যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালত ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলাও করে। সূত্র : আনাদোলু অ্যাজেন্সি

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba