আজঃ সোমবার ১৪-০৪-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

মার্চ ফর গাজা কর্মসূচিতে শরবত-পানি-খেজুর-বিস্কুট বিতরণ

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ১২ এপ্রিল ২০২৫
  • / পঠিত : ৭ বার

মার্চ ফর গাজা কর্মসূচিতে শরবত-পানি-খেজুর-বিস্কুট বিতরণ

এসবিনিউজবিডি ডেস্ক: ফিলিস্তিনের পক্ষে সংহতি ও গাজায় গণহত্যার প্রতিবাদে আয়োজিত মার্চ ফর গাজা কর্মসূচিতে আসা লোকজনের মধ্যে শরবত, পানি, খেজুর ও বিস্কুট বিতরণ করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর মৎস ভবন ও শাহবাগ এলাকায় পিকআপ, ভ্যানগাড়ি ও রিকশায় করে শরবত বিতরণ করতে দেখা গেছে।


শিল্পকলা একাডেমির সামনে শরবত বিতরণ করতে দেখা গেছে মীরহাজীরবাগ এলাকা থেকে আসা মুস্তাফিজুর রহমানকে। তিনি বলেন, যারা ফিলিস্তিনের অসহায় জনগণের প্রতি সংহতি জানাতে এসেছেন এবং ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন গরমে তাদের কষ্ট লাঘব করতে আমরা পানি, স্যালাইন, বিস্কুট বিতরণ করছি।


মৎস ভবন এলাকায় পিকআপে করে শরবত বিতরণ করেছেন সেগুনবাগিচা ইমাম ও খতীব সমিতি। একটু সামনে আগালেই বড় পিকআপে করে খেজুর বিতরণ করেন তারা।


ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba