আজঃ সোমবার ২১-০৪-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

আশুলিয়ায় যাত্রীবাহী লেগুনা ড্রেনে পড়ে নিহত ২, আহত ৩

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫
  • / পঠিত : ১৪ বার

আশুলিয়ায় যাত্রীবাহী লেগুনা ড্রেনে পড়ে নিহত ২, আহত ৩

: সাভারের আশুলিয়ায় একটি যাত্রীবাহী লেগুনা সড়কের পাশের খোলা ড্রেনে পড়ে দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। 

বুধবার (১৬ এপ্রিল) রাতে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- এনভায় গার্মেন্টসের সুপারভাইজার মো. বদরুল আলম গাজী (হাবিব) এবং ইউনিমাস ক্যাপ ফ্যাক্টরির সিনিয়র অপারেটর মো. হৃদয় মিয়া। আহতদের উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর আহত অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে গিয়েছিল। এ অবস্থায় রাত ৮টার দিকে ৮-১০ জন যাত্রী নিয়ে একটি লেগুনা বাইপাইলের দিকে যাচ্ছিল। জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনাটি রাস্তার পাশের খোলা ড্রেনে পড়ে যায়। এতে কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকরা দুই জনকে মৃত ঘোষণা করেন।  

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন জানান, দুর্ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খোলা ড্রেন ও রাস্তার উপর জমে থাকা পানির কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। 

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba