আজঃ শনিবার ১৯-০৪-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

ময়মনসিংহ ভালুকায় সড়ক দূর্ঘটনায় নিহত ২

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫
  • / পঠিত : ১৫ বার

ময়মনসিংহ ভালুকায় সড়ক দূর্ঘটনায় নিহত ২

এসবিনিউজবিডি ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কে উপজেলার গোয়ারী বালিকা মাদরাসার সামনের এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই উপজেলার পূর্ব ভালুকা মণ্ডলপাড়া এলাকার আজগর আলীর ছেলে মো. লাল মিয়া (৩২) ও ভালুকা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সূর্যত আলীর স্ত্রী রোকেয়া আক্তার (৪৮)। এরমধ্যে লাল মিয়া পূর্ব ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী ছিলেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল হুদা খান বিষয়টি নিশ্চিত করে বলেন, লাল মিয়া তার এক অসুস্থ খালাকে দেখতে সিএনজিচালিত অটোরিকশায় পাশের উপজেলার শ্রীপুরে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে গোয়ারী বালিকা মাদরাসার সামনে আসতেই ভালুকাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে গিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালকসহ পাঁচ যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসক লাল মিয়াকে মৃত ঘোষণা করেন। পরে আহত অন্য চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে দুপুরে রোকেয়া আক্তারের মৃত্যু হয়।

মাইক্রোবাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba