আজঃ সোমবার ২১-০৪-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা খুন, যুবক গ্রেপ্তার

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫
  • / পঠিত : ১৭ বার

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা খুন, যুবক গ্রেপ্তার

রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আকরাম আলী (৪৫) হত্যার ঘটনায় রুমেল (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার রুমেল (২৫) তালাইমারী এলাকার রেজাউল ইসলামের ছেলে। তিনি ঘটনার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় রুমেল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি তদন্তপ্রাপ্ত আসামি। তাকে আদালতে চালান দেওয়া হয়েছে।


এর আগে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে আকরাম আলীর মরদেহ নিয়ে তালাইমারী শহীদ মিনারের সামনের সড়ক অবরোধ করে মানববন্ধন করেন এলাকাবাসী। এ সময় তারা হত্যাকাণ্ডের বিচার চান।


প্রসঙ্গত, বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা আকরাম আলীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। এ সময় তার ছেলে ইমাম হাসান অনন্ত আহত হন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকরাম আলীকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহতের ছেলে ইমাম হাসান অনন্ত বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় সাতজনসহ অজ্ঞাত আরও চার থেকে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় আসামিরা হলেন- তালাইমারী শহিদ মিনার এলাকার কালু মিয়ার ছেলে মো. নান্টু (২৮), মৃত রতনের ছেলে মো. বিশাল (২৮), মৃত আবদুস সাত্তারের ছেলে মো. খোকন মিয়া (২৮), তালাইমারী বাবর আলী রোড এলাকার শাহীনের ছেলে তাসিন হোসেন (২৫) ও মো. অমি (২৫), জামালের ছেলে মো. নাহিদ (২৫) এবং পিরুর ছেলে মো. শিশির (২০)।



ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba