আজঃ রবিবার ১১-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

বাসর রাতে বরের আত্মহত্যা

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩
  • / পঠিত : ৩০০ বার

বাসর রাতে বরের আত্মহত্যা

ডেস্ক: সিরাজগঞ্জে শাহজাদপুরে বাসর রাতেই এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার ভোরে নিজ ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত লক্ষণ বিশ্বাস ঐ উপজেলার এনায়েতপুর থানার খুকনি ইউনিয়নের ঝাউপাড়া গ্রামের আরাণ বিশ্বাসের ছেলে।

নিহতের ভাই শরৎ চন্দ্র বিশ্বাস বলেন, মঙ্গলবার বিকেলে তাড়াশ উপজেলার গণেশ চন্দ্রের মেয়ের সঙ্গে পারিবারিকভাবে লক্ষণের বিয়ে হয়। রাতেই নতুন বউকে বাড়িতে আনা হয়। ভোরে নতুন বউ বাইরে বের হয়। পরে আবার ঘরে ফিরে লক্ষণের ঝুলন্ত লাশ দেখতে পায়। ধারণা করা হচ্ছে, লক্ষণ কোনো কারণে আত্মহত্যা করতে পারে।

এনায়েতপুর থানার ওসি আনিছুর রহমান বলেন, সদ্যবিবাহিত যুবকের আত্মহত্যার খবর পেয়ে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের ধারণা, ঐ যুবক আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba