আজঃ মঙ্গলবার ২২-০৪-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

নাটোরে অটোরিকশা উল্টে এসএসসি পরীক্ষার্থী নিহত

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ২১ এপ্রিল ২০২৫
  • / পঠিত : ৮ বার

নাটোরে অটোরিকশা উল্টে এসএসসি পরীক্ষার্থী নিহত

: নাটোরের নলডাঙ্গায় অটোরিকশা উল্টে এতে চাপা পড়ে মো. রাকিবুল হোসেন (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আরও চার এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মহিষমাড়ি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিবুল হোসেন নলডাঙ্গা উপজেলার বাশিলা পূর্বপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে। সে বাশিলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।

বিষয়টি নিশ্চিত করে নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মনোয়ার জামান, রাকিবুল হোসেনসহ সকলেই এবারের এসএসসি পরীক্ষার্থী। তারা আজ দুপুরের দিকে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শেষে অটোরিকশা নিয়ে নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ঘুরতে যায়। একপর্যায়ে ওই মহাসড়কের মহিষমাড়ি ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এতে অটোরিকশা চালকসহ সবাই সড়কের ওপর ছিটকে পড়লেও অটোরিকশাটি রাকিবুলের গায়ের ওপর আছড়ে পড়লে সে গুরুতর জখম হয়। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদরের একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba