আজঃ মঙ্গলবার ২২-০৪-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

যশোরে নকল বই বিক্রি: হাসান বুক ডিপোকে ৫০ হাজার টাকা জরিমানা

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
  • / পঠিত : ৩ বার

যশোরে নকল বই বিক্রি: হাসান বুক ডিপোকে ৫০ হাজার টাকা জরিমানা

অ্যাডভ্যান্স প্রকাশনির নকল গাইড বই বিক্রির দায়ে যশোরের হাসান বুক ডিপোকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে যশোর পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। সোমবার সমিতির নীতিমালা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে নিশ্চিত করেছেন সমিতির সভাপতি মাসুদুর রহমান।
জানা গেছে, অ্যাডভ্যান্স পাবলিকেশনের অভিযোগের ভিত্তিতে শনিবার রাত ১০টার দিকে সমিতির নেতৃবৃন্দ হাসান বুক ডিপোতে অভিযান চালান। তল্লাশিতে ৫০টি নকল গ্রামার গাইড উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল ৬ষ্ঠ শ্রেণির সলিউশনসহ ২৮টি, ৯ম শ্রেণির ৭টি এবং ১০ম শ্রেণির ১৫টি গাইড বই। এসব বই সাড়ে ৩শ’ থেকে সাড়ে ৬শ’ টাকায় বিক্রি হতো।
নকল বইগুলো উদ্ধার করে সমিতির অফিসে জমা দেওয়া হয় এবং এ বিষয়ে অ্যাডভ্যান্স প্রকাশনির যশোর প্রতিনিধি একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ যাচাই-বাছাই শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় সমিতির গঠনতন্ত্র অনুযায়ী হাসান বুক ডিপোকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সমিতির সভাপতি মাসুদুর রহমান জানান, সমিতির নীতিমালা অনুযায়ী, অভিযুক্ত প্রতিষ্ঠান চাইলে জরিমানার ২৫ শতাংশ পরিশোধ করে আপিল করতে পারবে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba