আজঃ বৃহস্পতিবার ০৮-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

সাতক্ষীরায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
  • / পঠিত : ২৬ বার

সাতক্ষীরায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সাতক্ষীরার পাটকেলঘাটায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর ১টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকার অপূর্ব সাধুর স্ত্রী রিতা সাধু ও তার দু বছরের সন্তান সৌরভ সাধু।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুই সন্তান নিয়ে অপূর্ব সাধু ও তার স্ত্রী যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়িতে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। এসময় কুমিরা এলাকায় সড়ক পারাপারের সময় ঢাকাগামী একটি বাস তাদের চাপা দেয়। এসময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপূর্ব সাধু ও তার মেয়েকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুদ্দিন বলেন, বাসটি জব্দের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba