আজঃ বৃহস্পতিবার ০৮-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

সেই শহীদকন্যার মা ও বোন হাসপাতালে ভর্তি

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫
  • / পঠিত : ১৫ বার

সেই শহীদকন্যার মা ও বোন হাসপাতালে ভর্তি

: বাবার কবর জেয়ারত করে ফেরার পথে ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহীদকন্যার মরদেহ উদ্ধারের পর শোকে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছেন তার মা ও ছোট বোন। তাদের দুজনকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সোমবার দুপুরে পমেক হাসপাতালে গিয়ে দেখা যায়, তারা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত ১১৪ নম্বর কেবিনে চিকিৎসাধীন বেডে শুয়ে তখনও কাঁদছেন। 

তবে রোববার (২৭ এপ্রিল) রাতে অসুস্থ অবস্থায় মেয়েটির মা ও তার বোন হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন শহীদকন্যার মামা। এর আগে, পটুয়াখালীর দুমকী উপজেলার পাঙ্গাসিয়া গ্রামে জুলাই আন্দোলনে শহীদ বাবা জসিম হাওলাদারের কবরের পাশে মেয়েটিকে দাফন করা হয়।  

শহীদকন্যার মামা বলেন, ভাগনির মৃত্যুতে তার মা-বোন মানসিকভাবে ভেঙে পড়েছে। কাঁদতে কাঁদতে অচেতন হয়ে পড়ছে তারা। তাকে দাফনের পর আরও অসুস্থ হয়ে পড়ে। এ অবস্থায় রোববার রাত ১২টার দিকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জানিয়েছেন, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আমি তাদের সঙ্গে হাসপাতালে আছি। শহীদকন্যার আরেক ছোট ভাই আছে। তার বয়স মাত্র ১৭ মাস।  

এ বিষয়ে জানতে চাইলে চিকিৎসক মশিউর রহমান বলেন, শহীদকন্যার মা ও বোনের তেমন কোনো অসুখ নেই। তবে শোকে বিপর্যস্ত হয়ে পড়ায় তারা শারীরিকভাবে একটু দুর্বল হয়ে পড়েছেন। তাদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। দু-একদিনের মধ্যে সুস্থ হয়ে তারা বাড়ি ফিরতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

প্রসঙ্গত, গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হন জসিম হাওলাদার। তিনি একটি এনজিওর গাড়িচালক ছিলেন এবং শেখেরটেকে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে বাস করতেন। গুলি লাগার ১১ দিন পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জসিম মারা যান। 

পরে তাকে গ্রামের বাড়িতে দাফন করা হয়। গত ১৮ মার্চ সন্ধ্যায় বাবার কবর জিয়ারত করে কাছেই নানাবাড়িতে ফিরছিল তার বড় মেয়ে। এ সময় স্থানীয় সোহাগ মুন্সীর ছেলে সিফাত মুন্সী (১৯) ও একই এলাকার এক কিশোর (১৭) তাকে ধর্ষণ করে। গ্রেপ্তারের পর দুজনেই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। অন্যদিকে, গত শনিবার রাতে শেখেরটেকের ভাড়া বাসা থেকে মেয়েটির মরদেহ উদ্ধার করা হয়।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba