আজঃ বৃহস্পতিবার ০৮-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

নেতাদের চাঁদাবাজি ও সাংবাদিককে হুমকির ঘটনা তদন্তে ছাত্রদল

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫
  • / পঠিত : ১৮ বার

নেতাদের চাঁদাবাজি ও সাংবাদিককে হুমকির ঘটনা তদন্তে ছাত্রদল

সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি ও ভ্রাম্যমাণ দোকান থেকে চাঁদাবাজির ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে ফেনী জেলা ছাত্রদল। সোমবার (২৮ এপ্রিল) রাতে সংগঠনটির জেলা কমিটির দফতর সম্পাদক আরিফুল ইসলাম সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদল ফেনী সরকারি কলেজ শাখার যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি ও সংবাদকর্মীকে হুমকি প্রদানের অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো। কমিটির সদস্যরা হলেন- জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী রিয়াদ।

বিজ্ঞপ্তিতে ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনের নিকট প্রদান করতে নির্দেশনা দেওয়া হয়েছে।


সোমবার (২৮ এপ্রিল) ফেনী থেকে প্রকাশিত ‘দৈনিক ফেনীর সময়’এ ফেনী সরকারি কলেজ গেটের ফুটপাতের অস্থায়ী দোকান থেকে ছাত্রদল নেতার চাঁদাবাজি নিয়ে সংবাদ প্রকাশিত হয়৷ এতে ক্ষুব্ধ হয়ে আরিফ আজমকে ফোনে হুমকি দেন ছাত্রদল নেতা জিল্লুর রহমান। এ বিষয়ে আরিফ আজম ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন।

তিনি জানান, দুপুর ১২টার দিকে জিল্লু তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে ফোন করে প্রাণনাশের হুমকি দেন।

ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। হুমকিদাতাকে আইনের আওতায় আনা হবে।

এর আগে, ২৩ এপ্রিল মাদক ও চোরাকারবারির বিরুদ্ধে খবর প্রকাশ করায় ফেনী থেকে প্রকাশিত দৈনিক ফেনী’র সম্পাদক আরিফুল আমিন রিজভী ও ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি তারেক চৌধুরীর বিরুদ্ধে মামলা করে বিএনপিপন্থি ইউপি সদস্য। ২৪ ফেব্রুয়ারি অবৈধ বালু উত্তোলন বিষয়ে খবর প্রকাশ করায় দৈনিক ইনকিলাবের ফেনী প্রতিনিধি ওমর ফারুকের ওপর স্বেচ্ছাসেবক দলের নেতার নেতৃত্বে হামলা হয়।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba