আজঃ বৃহস্পতিবার ০৮-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

গৃহকর্মীকে ধর্ষণের দায়ে বাবা-ছেলে গ্রেফতার

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ৩০ এপ্রিল ২০২৫
  • / পঠিত : ১৭ বার

গৃহকর্মীকে ধর্ষণের দায়ে বাবা-ছেলে গ্রেফতার

সিরাজগঞ্জের সলঙ্গায় গৃহকর্মীকে ধর্ষণের দায়ে বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া কান্দিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ওই গ্রামের যদু ফকিরের ছেলে জমসের ফকির (৬৫) ও তার ছেলে আনারুল ইসলাম মুক্তা ফকির (৩৫)।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জাগো নিউজকে জানান, ধর্ষণের শিকার ওই নারী দীর্ঘ ৫ বছর ধরে তাদের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করছেন। এই সুযোগে বাবা ও ছেলে নিয়মিতভাবে ধর্ষণ করেন তাকে। এতে বর্তমানে তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় ওই গৃহকর্মীর মা বাদী হয়ে থানায় পৃথক দুটি ধর্ষণের মামলা দায়ের করেছেন। এ দুটি মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba