আজঃ বৃহস্পতিবার ০৮-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

যশোর বেনাপোল সীমান্তে পিস্তল-গুলি উদ্ধার

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ০২ মে ২০২৫
  • / পঠিত : ১৭ বার

যশোর বেনাপোল সীমান্তে পিস্তল-গুলি উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশি পিস্তলসহ সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২ মে) দুপুর ১২টার দিকে ধান্যখোলা জেলেপাড়া থেকে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

বিজিবি জানায়, ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্টে কর্মরত হাবিলদার ফরিদুল ইসলামের নেতৃত্বে টহলদল ধান ক্ষেতের মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়। এগুলো বেনাপোল পোর্ট থানায় জমা করা হচ্ছে।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, এটি একটি রাইফেলের গুলি। সাধারণত ৮ এমএম মাউসার (বা ৭.৯২ এমএম) রাইফেল ক্যালিবার হিসেবে পরিচিত। এই গুলি ভারতের মহারাষ্ট্রের পুনের খড়কি এলাকায় অবস্থিত সরকারি পুরোনো অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন কেন্দ্রের।

তিনি আরও বলেন, এখান থেকে ভারতীয় সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য বাহিনীর জন্য বিভিন্ন ধরনের কার্তুজ ও অস্ত্র তৈরি হয়ে থাকে। উদ্ধার করা গুলি সাধারণত ভারতীয় সেনাবাহিনীতে ১৯৪০-১৯৭০ সালের মধ্যকার সময় ব্যবহৃত হতো। এগুলো কীভাবে ধান ক্ষেতের মধ্যে এলো এবং ঘটনার সঙ্গে কারা জড়িত সে বিষয়ে তদন্তে নেমেছে বিজিবিসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba