আজঃ বৃহস্পতিবার ০৮-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: একে একে মারা গেলেন দগ্ধ সবাই

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ০৫ মে ২০২৫
  • / পঠিত : ১১ বার

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: একে একে মারা গেলেন দগ্ধ সবাই

: গাজীপুরের জয়দেবপুরে সম্প্রতি ঘটে যাওয়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের সবাই মারা গেছেন একে একে।

সবশেষ রোববার (৪ মে) রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ১০ বছর বয়সী শিশু তানজিলা।

প্রতিষ্ঠানটির আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তানজিলার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। একইদিন সকালে মারা যান ওই ঘটনায় দগ্ধ পারভিন আক্তার (৩৫) নামে আরেকজন, যার শরীরের ৩২ শতাংশ দগ্ধ হয়েছিল।

দগ্ধদের মধ্যে আরও ছিলেন- সিমা আক্তার (৩০), পারভিন আক্তারের শিশু ছেলে আয়ান (১) ও তানজিলার মা তাসলিমা বেগম (৩০)। সবাই একই পরিবারের সদস্য ছিলেন বলে জানা গেছে।

দগ্ধদের মধ্যে সবার আগে সোমবার (২৮ এপ্রিল) সকালে মারা যান সিমা আক্তার; বিস্ফোরণে শরীরের ৯০ শতাংশই দগ্ধ হয়ে গিয়েছিল তার। পরদিন মঙ্গলবার (২৯ এপ্রিল) মারা যান তাসলিমা বেগম; শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়ে গিয়েছিল তার। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। এরপর শনিবার (৩ মে) মারা যায় আয়ান নামের এক বছরের শিশুটি।

গত ২৬ এপ্রিল সন্ধ্যা সাতটার দিকে জয়দেবপুরের মোগলখাল এলাকায় মর্মান্তিক এই সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ একই পরিবারের পাঁচজনকে উদ্ধার করে ওইদিন রাত পৌনে ১১টার দিকে ভর্তি করা হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba