আজঃ বৃহস্পতিবার ০৮-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

এবার ইসরায়েলের আকাশ পথ অবরোধের ঘোষণা দিলো হুথি

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ০৫ মে ২০২৫
  • / পঠিত : ১৬ বার

এবার ইসরায়েলের আকাশ পথ অবরোধের ঘোষণা দিলো হুথি

এসবিনিউজবিডি ডেস্ক: ‌ইয়েমেনের হুতি গোষ্ঠী (আনসারুল্লাহ) ইসরায়েলের বিরুদ্ধে ‘সম্পূর্ণ আকাশ অবরোধ’ আরোপের হুমকি দিয়েছে। এর জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুতিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

রোববার একটি বিবৃতিতে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ‘ইসরায়েল গাজার বিরুদ্ধে আগ্রাসন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় আমরা ইসরায়েলের বিমানবন্দর, বিশেষ করে বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করব।’ তিনি আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে ইসরায়েলগামী সব ফ্লাইট বাতিলের আহ্বান জানান, যাতে যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত হয়।

এই হুঁশিয়ারির কয়েক ঘণ্টা আগেই হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরের কাছাকাছি আঘাত হানে, যার ফলে কিছু সময়ের জন্য বিমান চলাচল ব্যাহত হয়। আশ্চর্যজনকভাবে ইসরায়েলের হেৎজ ও যুক্তরাষ্ট্রের থাড প্রতিরক্ষা ব্যবস্থা এটি প্রতিহত করতে ব্যর্থ হয়।

এদিকে নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, আমরা আগেও হুতিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছি, ভবিষ্যতেও চালাব। এটা হবে না যে ‘একবার আঘাত করলাম, হয়ে গেল’—বরং একের পর এক আঘাত হবে।

তিনি ইরানকে এ হামলার জন্য দায়ী করে বলেন, ‘তাদের মদদদাতা ইরানকেও সময় ও প্রয়োজনে উপযুক্ত জবাব দেওয়া হবে।’

এই উত্তেজনার মধ্যে রবিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র ইয়েমেনের রাজধানী সানার দক্ষিণে আল-সাওয়াদ এলাকা, রাস ইসা বন্দর ও হোদেইদাহ প্রদেশের কামারান দ্বীপে একাধিক বিমান হামলা চালায়। হুতি-ঘনিষ্ঠ আল-মাসিরাহ টিভির তথ্যমতে, এই হামলাগুলোর ফলে এখন পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba