আজঃ বৃহস্পতিবার ০৮-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

শেরপুরে লিচুর বিচি গলায় আটকে শ্বাসরোধে শিশুর মৃত্যু

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ০৬ মে ২০২৫
  • / পঠিত : ১৫ বার

শেরপুরে লিচুর বিচি গলায় আটকে শ্বাসরোধে শিশুর মৃত্যু

: ‌শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গলায় লিচুর বিচি আটকে শ্বাসরোধে চার বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আন্ধারিয়াগোপ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম রবিউল ইসলাম। সে ওই গ্রামের রেজাউলের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শিশু রবিউল রাত আনুমানিক ৮টার দিকে লিচু খাচ্ছিল। এ সময় লিচুর সঙ্গে বিচিও গিলে ফেলে সে। পরে একপর্যায়ে গলায় আটকে শ্বাসরোধ হয়ে সে ছটফট শুরু করলে পরিবারের লোকজন বিষয়টি টের পান। পরে চেষ্টা করেও শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক করতে না পেরে রাত পৌনে ৯টার দিকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় রবিউলকে।

এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. হুমায়ন আহমেদ নূর বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba