আজঃ বৃহস্পতিবার ০৮-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, সাত সৈন্য নিহত

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ০৬ মে ২০২৫
  • / পঠিত : ১১ বার

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, সাত সৈন্য নিহত

এসবিনিউজবিডি ডেস্ক: পাকিস্তানের অস্থিতিশীল দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানে প্রদেশে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) বিস্ফোরণে দেশটির সেনাবাহিনীর অন্তত সাত সৈন্য নিহত হয়েছেন। মঙ্গলবার বেলুচিস্তানের কাচি জেলায় আইইডি বিস্ফোরণে ওই সৈন্যরা নিহত হয়েছেন বলে পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।

আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় প্রক্সি গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মির সন্ত্রাসীরা কাচি জেলার মাচ এলাকায় সামরিক বাহিনীর গাড়ি লক্ষ্য আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে। বিস্ফোরণে সেনাবাহিনীর সাত সদস্য নিহত হয়েছেন। নিহত সৈন্যদের পরিচয় প্রকাশ করেছে পাকিস্তানের সেনাবাহিনী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই এলাকায় সন্ত্রাসীদের নির্মূল করার জন্য অভিযান শুরু করা হয়েছে। ঘৃণ্য এই হামলার ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।

পাকিস্তানের আইএসপিআর বলেছে, ‘‘পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জনগণকে সাথে নিয়ে বেলুচিস্তানের শান্তি, স্থিতিশীলতা ও উন্নতি ধ্বংসের চেষ্টা ব্যর্থ করে দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ রয়েছে। সাহসী সৈন্যদের এই আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও জোরাল করবে।’’

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানি মাটিতে পরিচালিত ভারত ও এর প্রক্সি গোষ্ঠীগুলোর ঘৃণ্য ষড়যন্ত্র পাকিস্তানের নিরাপত্তা বাহিনী, আইন প্রয়োগকারী সংস্থা (এলইএ) এবং সাহসী জনগণ পরাজিত করবে।

সম্প্রতি ভারত-অধিকৃত জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনা ঘিরে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে ভারতের তীব্র উত্তেজনা চলছে। পারমাণবিক অস্ত্রধর দুই প্রতিবেশীর হামলা-পাল্টা হামলার হুমকিতে এশিয়ায় নতুন যুদ্ধের উদ্বেগ দেখা দিয়েছে। এর মাঝেই বেলুচিস্তানে আইইডি বিস্ফোরণে পাকিস্তানি সাত সৈন্যের প্রাণহানির ঘটনায় ভারত-সমর্থিত প্রক্সি গোষ্ঠীগুলোর সংশ্লিষ্টতার অভিযোগ করেছে পাকিস্তানের সেনাবাহিনী। 

বছরের পর বছর ধরে পাকিস্তানের খনিজসমৃদ্ধ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বিদ্রোহ চালিয়ে আসছে বিচ্ছিন্নতাবাদীরা। স্বাধীন বেলুচিস্তানের দাবিতে আইনশৃঙ্খলাবাহিনীর সাথে লড়াই করছে তারা। এই প্রদেশে সোনা ও তামার খনি ছাড়াও কৌশলগত গুরুত্বপূর্ণ গোয়াদর বন্দর রয়েছে। দেশটির এই বন্দরে চীনের ব্যাপক বিনিয়োগ রয়েছে।

বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী কয়েকটি গোষ্ঠীর মধ্যে সবেচেয়ে আলোচিত দ্য বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে কয়েক দশক ধরে আন্দোলন করে আসা সশস্ত্র এই গোষ্ঠী প্রায়ই বিভিন্ন গোষ্ঠী ও স্থাপনায় হামলার দায় স্বীকার করে। সূত্র: জিও নিউজ, দ্য নিউজ।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba