আজঃ শনিবার ১০-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

আরো ৪৮ ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তান সেনাবাহিনীর

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ০৯ মে ২০২৫
  • / পঠিত : ৫ বার

আরো ৪৮ ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তান সেনাবাহিনীর

এসবিনিউজবিডি ডেস্ক: পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, সেনাবাহিনী গতরাতে ৪৮টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। আজ শুক্রবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম পিটিভি নিউজ জানিয়েছে, গতরাতের হিসাবসহ পাকিস্তান কর্তৃক ভূপাতিত ভারতীয় ড্রোনের মোট সংখ্যা ৭৭-এ দাঁড়িয়েছে। খবর বিবিসি, আল জাজিরার

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় আগ্রাসনের যথাযথ জবাব দিচ্ছে।

এদিকে পাকিস্তান গত বুধবার চীনের তৈরি যুদ্ধবিমান দিয়ে ভারতের দুইটি সামরিক যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা বলেন, পাকিস্তান চীনের তৈরি জে-১০ যুদ্ধবিমান ব্যবহার করে ভারতীয় যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে অন্তত দুইটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।

অন্যদিকে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনায় হস্তক্ষেপ না করার ইঙ্গিত দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্র এমন কোনো যুদ্ধে হস্তক্ষেপ করবে না যেখানে তার কোনো স্বার্থ নেই।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেডি ভ্যান্স বলেন, আমরা দুই দেশের মধ্যে যুদ্ধে হস্তক্ষেপ করতে পারি না, তবে যুক্তরাষ্ট্র কূটনীতির পথ বেছে নিতে পারে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba