আজঃ শনিবার ১০-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে ঐক্য ধরে রাখার আহ্বান এনসিপির

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ১০ মে ২০২৫
  • / পঠিত : ১ বার

ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে ঐক্য ধরে রাখার আহ্বান এনসিপির

এসবিনিউজবিডি ডেস্ক: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে গণআন্দোলন চলছে তাতে সমর্থন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নতুন এই রাজনৈতিক দলটি জানিয়েছে, এই আন্দোলন ফ্যাসিবাদবিরোধী সব পক্ষের, কোনো একটি নির্দিষ্ট দলের বা কোনো একটি পক্ষের নয়। তাই ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে নিজেদের মধ্যে সর্বোচ্চ ঐক্য ধরে রাখার লক্ষ্যের দিকে অটুট থাকার আহ্বান জানিয়েছে দলটি।

শুক্রবার (৯ মে) দিনগত রাত ১২টার পর এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ আহ্বান জানায় দলটি।

ফেসবুক পোস্টে বলা হয়, একটি বার্তা: আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপের দাবিতে যমুনা থেকে ছাত্র-জনতা যে গণআন্দোলন শুরু করেছে এনসিপি তাতে তৎক্ষণাৎ পূর্ণ সমর্থন জানিয়েছে। একইভাবে আমরা লক্ষ করেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, জুলাই আহতের বড় একটা গ্রুপ, ইনকিলাব মঞ্চ, লেবার পার্টি, আপ-বাংলাদেশ, জুলাই ঐক্য, গণতান্ত্রিক ছাত্র সংসদ, খেলাফত মজলিশ, জামায়াতে ইসলামী, হেফাজত ও ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, শিবির, জুলাই মঞ্চসহ অসংখ্য সংগঠন সেখানে সংহতি জানিয়েছে। সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে হাজারো ছাত্র-জনতা।

তাই আমরা স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগ নিষিদ্ধের গণদাবি নিয়ে যে গণআন্দোলন চলছে সেটি ফ্যাসিবাদবিরোধী সব পক্ষের, কোনো একটি নির্দিষ্ট দলের বা পক্ষের নয়। তাই নিজেদের মধ্যে সর্বোচ্চ ঐক্য ধারণ করে লক্ষ্যের দিকে অটুট থাকার আহ্বান জানাচ্ছি। সময় এখন একতাবদ্ধ হওয়ার, জুলাইকে পুনরুজ্জীবিত করার, ফ্যাসিবাদের কবর খোঁড়ার।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba