আজঃ সোমবার ১২-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

কিশোরগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ১১ মে ২০২৫
  • / পঠিত : ১১ বার

কিশোরগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

: কিশোরগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। রোববার (১১ মে) বিকেলে জেলার ভৈরব ও কুলিয়ারচর উপজেলায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ফারুক মিয়া (৬০), ফয়সাল (২৮) ও কবির হোসেন (২৫)। এদের মধ্যে কবির হোসেনের বাড়ি কুলিয়ারচর এবং অন্য দুজনের বাড়ি ভৈরবে বলে জানা গেছে। 

এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হাবিবা জুই।

জানা যায়, রোববার বেলা ৩টার দিকে হঠাৎ আকাশ অন্ধকার করে বৃষ্টি নামে। সেই সঙ্গে বিকট শব্দে প্রচণ্ড বজ্রপাত হয়। এ সময় বজ্রপাতে ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের রসুলপুর এলাকার ফারুক মিয়া (৬০), শ্রীনগরের ইউনুস মিয়ার ছেলে ফয়সাল  মিয়া (২৮) ও কুলিয়ারচরের হাজারী নগরে কবির হোসেন (২৫) আহত হন। তারা তিনজনই মাঠে কৃষি জমিতে কাজ করছিলেন। তিনজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হাবিবা জুই বলেন, বজ্রপাতে আহত ৩ জনকে হাসপাতালে নিয়ে এলে আমরা তাদেরকে মৃত অবস্থায় পাই।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba