আজঃ মঙ্গলবার ১৩-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

যশোরে বিয়ের আশ্বাসে ৩ বছর আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ১১ মে ২০২৫
  • / পঠিত : ১২ বার

যশোরে বিয়ের আশ্বাসে ৩ বছর আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

যশোরে ধর্ষণের অভিযোগে নাহিদ হাসান বাঁধন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অপহরণের পর বিয়ের আশ্বাসে তিন বছর আটকে রেখে ধর্ষনের অভিযোগে এক তরুণী মামলা করলে তাকে শনিবার মধ্যরাতে যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্টান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়। রোববার আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আটক নাহিদ হাসান বাঁধন যশোর সদর উপজেলার নালিয়া পূর্বপাড়ার মোহাম্মদ আলীর ছেলে।
মামলায় ওই তরুনী উল্লেখ করেছেন,২০২২ সালে তিনি যশোর শহরের একটি স্কুলে ১০ শ্রেনীতে লেখাপড়া করতেন। ওইসময় স্কুলে আসা যাওয়ার সময় নাহিদ তাকে উত্যক্ত করতো। একপর্যায় তাকে প্রেমের প্রস্তাব দেয়। রাজী না হওয়ায় বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিতে থাকেন নাহিদ।

পরবর্তীতে ২০২২ সালের ১০ ডিসেম্বর ওই তরুনীকে অপহরণ করে জেসগার্ডেন পার্ক এলাকায় নিয়ে যায় নাহিদ। এরপর তাকে বিয়ের কথা বলে ধর্ষন করে। বিয়ের আশ্বাস দিয়ে দেড়বছর একইসাথে ওই বাড়িতে বসবাস করেন তারা। স্বামী স্ত্রী পরিচয় সেখানে থাকার পর সেখান থেকে বাহাদুরপুর বাঁশতলায় ভাড়াবাড়িতে উঠেন। স্বামী স্ত্রী পরিচয়ে সেখানেও বসবাস শুরু করেন। এসময় নাহিদকে বিয়ের কথা বললে আজ না কাল বলে ঘুরাতে থাকেন। একপর্যায় ওই তরুনীকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় নাহিদ।

সর্বশেষ গত ২মে ওই তরুনী নাহিদের গ্রামের বাড়িতে যেয়ে বিয়ের দাবি জানান। এসময় নাহিদ বিয়ে করবে না বলে জানিয়ে দেন। শুধুই তাই না, নাহিদসহ তার পরিবারের সদস্যরা ওই তরুনীকে মারপিট করে জখম করে তাড়িয়ে দেয়। হাসপাতালে চিকিৎসা শেষে ওই তরুনী থানায় অভিযোগ করেন।

যশোর কোতোয়ালি থানার এসআই দেবাশীষ হালদার জানান,শনিবার ওই তরুণীর ধর্ষণ মামলা পাওয়ার পর নাহিদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর রাত ১২টার দিকে যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্টান্ড এলাকা থেকে নাহিদকে গ্রেফতার করা হয়। এরপর রোববার আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba