আজঃ বুধবার ১৪-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

মারামারি থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে হামলায় মায়ের মৃত্যু

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ১৩ মে ২০২৫
  • / পঠিত : ৭ বার

মারামারি থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে হামলায় মায়ের মৃত্যু

: কিশোরগঞ্জের কুলিয়ারচরে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে একই বংশের চাচাদের সঙ্গে মারামারি থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে মমতাজ নামে (৬০) এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (১২ মে) বিকেলে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারী ওই এলাকার মতিউর রহমানের স্ত্রী। এ ঘটনায় নিহতের ছেলে জিল্লুর রহমান (৪০) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোবরিয়া এলাকার নজের বাড়ির বংশের কাল্লু মিয়ার সাথে তাদের চাচাতো ভাই আঙুর মিয়া ও জয়নাল মিয়াদের দীর্ঘদিনের জমি নিয়ে দ্বন্দ্ব ছিল। জমিতে ছিল একটি আম গাছ। দুই পরিবারই আম গাছটি নিজেদের দাবি করে। ১২ মে বিকেলে কাল্লু মিয়ার পরিবার গাছ থেকে আম পাড়তে গেলে আঙুর মিয়াদের পরিবারের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা ও মারামারি শুরু হয়। মারামারির কথা শুনতে পেয়ে আঙুর মিয়াদের পক্ষ নিয়ে দৌড়ে মারামারিতে জড়িয়ে পড়ে তাদের আরেক চাচাতো ভাই জিল্লুর রহমান। ছেলেকে ফিরিয়ে আনতে ঘটনাস্থলে যায় জিল্লুর রহমানের মা মমতাজ বেগম। 

এ সময় প্রতিপক্ষের ইট ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন জিল্লুর রহমান ও তার মা মমতাজ বেগম। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মা-ছেলে দুইজনকেই উদ্ধার করে বাজিতপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মমতাজ বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জিল্লুর রহমানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

নিহতের ভাতিজা মোবারক মিয়া বলেন, একই বংশের চাচাদের মারামারি ঠেকাতে গিয়েছিল জিল্লুর রহমান। ছেলেকে ফিরিয়ে আনতে গিয়ে মা ও ছেলে দুইজনই প্রতিপক্ষের হামলায় আহত হয়। হাসপাতালে নিয়ে গেলে আমার ফুফুকে ডাক্তাররা মৃত ঘোষণা করেন। সামান্য আম পাড়াকে কেন্দ্র করে আমার ফুফুকে তারা মেরে ফেলেছে। এ ঘটনায় দোষীদের ফাঁসির দাবি জানাচ্ছি।

কুলিয়ারচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মরদেহ বাজিতপুর মেডিকেলে কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। সেখান থেকে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ তৎপরতা চালিয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba