আজঃ শনিবার ১৭-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

ভারত পানিকে মরণাস্ত্র হিসেবে ব্যবহার করছে: যশোরে নার্গিস বেগম

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ১৬ মে ২০২৫
  • / পঠিত : ৬ বার

ভারত পানিকে মরণাস্ত্র হিসেবে ব্যবহার করছে: যশোরে নার্গিস বেগম

ভারত বাংলাদেশকে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করে একে মরুকরণে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি বলেন, “ভারত পানিকে মরণাস্ত্র হিসেবে ব্যবহার করছে, যা প্রতিবেশী সম্পর্কের পরিপন্থী।”

শুক্রবার বিকেলে যশোর প্রেসক্লাবে ‘ঐতিহাসিক ফারাক্কা দিবস ও আজকের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সভার আয়োজন করে জিয়া পরিষদ, যশোর।

নার্গিস বেগম বলেন, “বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে পানির বিরোধ আলোচনার মাধ্যমে সমাধান হলেও বাংলাদেশের ক্ষেত্রে ভারতের অনীহা স্পষ্ট। এই সমস্যার সমাধানে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতের আশ্রয় নিতে হবে।”

তিনি আরও বলেন, “শুধু পানির আগ্রাসন নয়, স্থল পথেও ভারত একতরফা আচরণ করছে। এর ফলে দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।”

আলোচনা সভায় যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. ইসহাক, জিয়া পরিষদ যশোরের সভাপতি অধ্যাপক ফিরোজা খাতুন, লেখক ও গবেষক মফিজুর রহমান রুন্নু, অধ্যক্ষ পাভেল চৌধুরী, অ্যাডভোকেট আজিজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। সভা সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম।

বক্তারা বলেন, ফারাক্কা ব্যারেজ চালুর পর থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল চরম পানি সংকটে পড়েছে। এর প্রভাব পড়ছে কৃষি, পরিবেশ ও জনজীবনে। এই সংকট সমাধানে জাতীয় ঐক্য জরুরি।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba