আজঃ রবিবার ১৮-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

রাজবাড়ীতে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ১৭ মে ২০২৫
  • / পঠিত : ৫ বার

রাজবাড়ীতে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

রাজবাড়ীতে চুরি ও মোবাইলে এক নারীর গোসলের ভিডিও ধারণ করার অভিযোগে রুপল শেখ ওরফে শাহিন (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ করেছেন নিহতের পরিবারের সদস্যরা। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।

নিহত রুপল বসন্তপুরের রাজাপুর গ্রামের জিন্নাত শেখের ছেলে। তিনি শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

শনিবার (১৭ মে) সকালে নিহতের মামা মো. কালাম মোল্লা রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেছেন।

গ্রেফতাররা হলেন, রাজাপুর গ্রামের রুকমান বিশ্বাসের ছেলে মো. জহিরুদ্দিন বিশ্বাস (৬৫), মৃত ফেলু বিশ্বাসের ছেলে মো. মৈজদ্দি বিশ্বাস (৫৫), ফরহাদ বিশ্বাস (৪৫), খালেক মোল্লার ছেলে মো. মুন্নু মোল্লা (৫০)।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার শামসুদ্দিন ওরফে শাম বিশ্বাসের বাড়ির মোটর চুরি ও মোবাইলে এক নারীর গোসলের ভিডিও গোপনে ধারণ করার অভিযোগে রুপল শেখকে মারধোর করেন শাম বিশ্বাসের লোকজন।

এসময় তার মা ঠেকাতে গেলে তাকেও মারধোর করা হয়। পরে রুপল তাদের হাত থেকে ছটে পালিয়ে যান। পরে এলাকার ব্যক্তিরা শালিশের মাধ্যমে সমাধানের কথা বলেন। এতে উভয়পক্ষ রাজি হয়। এরপর রুপলকে শুক্রবার সকালে ফোন করে বাড়ি ডেকে আনে তার পরিবার। সন্ধ্যার আগে শাম বিশ্বাসের লোকজন রুপলকে বাড়ি থেকে তুলে নিয়ে আটকে রেখে পিটিয়ে হত্যা করে।

নিহত রুপলের বাবা জিন্নাত শেখ ও মা মারাবেয়া বেগম অভিযোগ করে বলেন, শুক্রবার সন্ধ্যার পর শালিসের কথা থাকলেও সন্ধ্যার আগে বাড়ি থেকে ৪-৫ জন রুপলকে তুলে নিয়ে শাম বিশ্বাসের বাড়িতে। সেখানে তাকে আটকে রেখে শাম বিশ্বাস, মুক্তার বিশ্বাস, রাফিজুল, কচি, রাসেল, সৌরভসহ অনেকে পিটিয়ে হত্যা করেন। তাদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ ছিল। কিন্তু তারা এখন মিথ্যা অপবাদ দিয়ে রুপলকে হত্যা করেছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, চোর সন্দেহে ওই যুবককে ডেকে নিয়ে পেটানোর পর তিনি মারা গেছেন। পরবর্তীতে তার মামা ১০ জনের নাম উল্লেখসহ ৭-৮ জন অজ্ঞাতনামা করে মামলা করেন। এরপর এ ঘটনার সঙ্গে জরিত চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba