আজঃ মঙ্গলবার ২০-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

স্ত্রী-সন্তানসহ সাবেক মেয়র রেন্টু চাকলাদারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ১৯ মে ২০২৫
  • / পঠিত : ৪ বার

স্ত্রী-সন্তানসহ সাবেক মেয়র রেন্টু চাকলাদারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় যশোর পৌরসভার সাবেক মেয়র ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, তার স্ত্রী শামীমা শারমিন ও পুত্র সায়েদ আনাম চাকলাদারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (১৯ মে) বিকেলে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি সিরাজুল ইসলাম। তবে রেন্টু সপরিবারে অনেক আগেই দেশত্যাগ করেছেন বলে তার নিকটজনরা জানিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, রেন্টু চাকলাদার ও তার পরিবার সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে দেশ-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন। এ বিষয়ে তদন্তের জন্য দুদকের সহকারী পরিচালক আল-আমিনকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয় কমিশনের প্রধান কার্যালয়।

অনুসন্ধান চলাকালে গোপন সূত্রে জানা যায়, অভিযুক্ত তিনজনই দেশত্যাগ করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, যা তদন্ত প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ সংগ্রহে মারাত্মক বাধা সৃষ্টি করতে পারে। এর পরিপ্রেক্ষিতে দুদকের পক্ষে কমিশনের প্রধান কার্যালয়ের অনুমোদনক্রমে এ নিষেধাজ্ঞা আরোপের আবেদন করেন সহকারী পরিচালক আল-আমিন। বিচারক তার আবেদন মঞ্জুর করেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba