আজঃ বুধবার ১৪-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

ওয়াগনার বাহিনী নিয়ন্ত্রণ করতে চায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রিগোজিনের প্রত্যাখ্যান

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ১২ জুন ২০২৩
  • / পঠিত : ১৩১ বার

ওয়াগনার বাহিনী নিয়ন্ত্রণ করতে চায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রিগোজিনের প্রত্যাখ্যান

ডেস্ক: ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তিনি কোনো চুক্তি স্বাক্ষর করবেন না। 

সিএনএনের খবরে বলা হয়েছে, তার বাহিনীকে নিয়ন্ত্রণে নিতে চায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। কিন্তু প্রিগোজিন এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। 

এর আগে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সইগু এক আদেশে বলেন, ‘স্বেচ্ছাসেবী বাহিনী এবং ব্যক্তিগত বাহিনীকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে হবে।’ 

রুশ প্রতিরক্ষামন্ত্রীর এই আদেশের অর্থ- চুক্তি স্বাক্ষর করলে স্বেচ্ছাসেবী বাহিনী এবং ব্যক্তিগত বাহিনী আইনগত বৈধতা পাবে। এটা হলে কাজ করতে সমন্বয় করা সহজ হবে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই আদেশে ওয়াগনারের নাম নেই। তবে এই উদ্যোগে মনে হয়েছে, প্রভাবশালী ওয়াগনার বাহিনীকে নিয়ন্ত্রণ করতে চায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

ইয়েভজেনি প্রিগোজিন একাধিকবার প্রকাশ্যে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমালোচনা করেছেন।

উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধে ভাড়াটে ওয়াগনার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দীর্ঘমাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ওয়াগনার বাহিনী বাখমুত দখল করে। পরে রুশ সেনাদের হাতে অবস্থান হস্তান্তর করে ওয়াগনার সেনা বাখমুত থেকে প্রত্যাহার করা হয়।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba